Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রতিবেদন অনুযায়ী গোপালগঞ্জ জেলার জনসংখ্যা: ১২,৯৫,০৫৭ জন, খানা: ৩,০৮,৭১০ টি। খানার আকার: ৪.১১ ও জনসংখ্যার ঘনত্ব: ৮৮২। বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার: ০.৮৮, স্বাক্ষরতার হার(৭+ বয়স): ৭৯.৮৪%। কর্মজীবী ৩২.৮৪%, গৃহস্থালী কাজ: ৩৩.৮২%, বেকার: ২.০৮%, কাজ করে না: ৩১.২৫%,।মোবাইল ব্যবহারকারী (১৫+ বয়স) ৬৯.৬৪%, রেমিট্যান্স গ্রহণকারী খানা: ৬.৬৭%, ইন্টারনেট ব্যবহারকারী: ২৭.৩৫%।



সাম্প্রতিক কর্মকাণ্ড


সাম্প্রতিক কর্মকান্ড

  • Food Security Assessment & Food Insecurity Experience Scale (FIES) জরিপ পরিচালনা করা।
  • জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প এর ট্যাব সমূহ ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ কার্যক্রম পরিচালনা করা।
  • আর্থসামাজিক ও জনমিতিক জরিপ(SEDS) ২০২৩ পরিচালনা করা।
  • টেকসই উন্নয়ন অভীষ্ট পরীবিক্ষণে প্রায়োগিক স্বাক্ষরতা নিরূপণ জরিপ(LAS) পরিচালনা করা।
  • জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম পরিচালনা করা এবং প্রিলিমিনারি বা প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা।
  • ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(আইসিটি) ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ শীর্ষক প্রকল্প পরিচালনা করা।
  • শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রমবাজার তথ্যের উন্নয়ন শীর্ষক প্রকল্প পরিচালনা করা।
  • স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ইন ডিজিটাল প্লাটফর্ম প্রকল্প পরিচালনা করা।
  • ইমপ্রুভমেন্ট অব জিডিপি কমপাইলেশন এন্ড রিবেজিং অব ইনডিসেস প্রজেক্ট পরিচালনা করা।
  • পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালী করণ জরিপ সম্পন্নকরণ করা।
  • কৃষি (শস্য, মৎস্য ও প্রানি সম্পদ) শুমারি-২০১৮ সম্পন্নকরণ।
  • SDGs এবং ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনার জন্য কার্যক্রম গ্রহণ করা